বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শনিবার প্রথম সাংগঠনিক বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও পুরসভার চেয়ারম্যান তথা পুর প্রশাসকদেরও।
জানা গিয়েছে, তৃণমূল ভবনে শনিবার দুটো বৈঠক হবে। দুপুর দুটোর সময় প্রথম বৈঠক হবে দলের কোর কমিটির। এরপর দ্বিতীয় বৈঠকে ডাক পেয়েছেন দলের সমস্ত বিধায়ক, সাংসদ জেলা সভাপতিরা। ঠিক কী কারণে এই বৈঠক ডাকা হয়েছে, তা অবশ্য নির্বাচিত জনপ্রতিনিধিদের জানানো হয়নি।
এদিকে, চুক্তি শেষ হয়ে গেলেও প্রশান্ত কিশোরকে ধরে রাখতে আগ্রহী তৃণমূল, ঘাসশিবিরের অন্দরে এমন কথাই শোনা যাচ্ছে। তাই শনিবারের বৈঠকে থাকতে পারেন প্রশান্ত কিশোরও। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং অনেকগুলি নতুন সিদ্ধান্ত এই বৈঠক থেকেই নিতে পারেন তৃণমূল নেত্রী।
কী কী আলোচনা হতে পারে? বিধানসভার ছটি উপনির্বাচন এর প্রার্থীদের নাম শনিবারই ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি থেকে ফের যেসব নেতা-নেত্রীরা তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে চাইছেন সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন তার ইঙ্গিত মিলতে পারে শনিবার। এছাড়াও দলের সংগঠনকে গোড়া থেকে মজবুত করতে ‘এক ব্যক্তি এক পদ; এই ফর্মুলায় হাঁটতে পারে তৃণমূল। যদি এমনটা হয় সেক্ষেত্রে বেশ কয়েকজন মন্ত্রীকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে, সেখানে আনা হতে পারে নতুন মুখদের। দলের বেশ কয়েকটি শাখা সংগঠন এর মুখ-এর পরিবর্তন করা হতে পারেবলে সূত্রের খবর।