এবার বকেয়া এমপি ল্যাডের টাকা ছাড়তে বাধ্য হল মোদী সরকার। ২০১৯-২০ অর্থবর্ষের বকেয়া হিসেবে ১১৭২.৫ কোটি টাকা দেওয়া হচ্ছে। পরিসংখ্যান এবং রূপায়ণ মন্ত্রককে চিঠি দিয়ে অর্থমন্ত্রক জানিয়ে দিয়েছে, চলতি বছরের ৩০শে সেপ্টেম্বরের মধ্যে এলাকার উন্নয়নের লক্ষ্যে যেন সাংসদদের ওই টাকা বরাদ্দ করা হয়।
প্রসঙ্গত, এলাকা উন্নয়নের লক্ষ্যে বার বার দরবার করলেও পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি কোভিড পরিস্থিতির কারণে এতদিন ২০১৯-২০ অর্থবর্ষের এমপিল্যাডের টাকা আটকে রেখেছিল মোদী সরকার। তাই লোকসভার স্পিকারকে চিঠি দেন দক্ষিণ কলকাতার সাংসদের মালা রায়। উল্লেখ্য, এই একই ব্যাপারে লোকসভার স্পিকারকে চিঠি দেন কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তারপর তাঁর বকেয়া এমপি ল্যাডের টাকাও ছাড়তে বাধ্য হয়েছে কেন্দ্র।