কর্মসূচীর প্রথম দিনেই দুয়ারে ত্রাণের জন্যে ২০,০০০ আবেদন পেল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় যশ ও ভরা কোটালের জোয়ারের জলে ব্যাপক ক্ষতি হয়েছে দুই পরগনা, দুই মেদিনীপুর এবং হাওড়া জেলার বিশাল এলাকায়। চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি, রাস্তাঘাট তছনছ হয়ে গিয়েছে। এখনও আশ্রয় শিবিরে রয়েছেন বহু মানুষ। এরকম এক পরিস্থিতিতে জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ‘দুয়ারে ত্রাণ’ শিবিরের আয়েজন করেছে রাজ্য সরকার।
উল্লেখ্য, রাজ্য জুড়ে দুয়ারে ত্রাণের মোট ১২২ টি ক্যাম্প করা হয়েছে। এর মধ্যে কিছু রয়েছে হুগলী জেলাতেও। প্রাথমিক পর্যায়ে যশ ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যজুড়ে ২০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছে সরকার। আপাতত ১০০০ কোটি টাকার ত্রাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ থেকে ত্রাণের জন্যে আবেদন নেওয়া শুরু হয়েছে চলবে এ মাসের ১৮ তারিখ অবধি। ১৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে পর্যালোচনা এবং ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে দুর্গতদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ত্রাণ।