বাইশ গজের যুদ্ধে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। হারিয়েছেন ক্যান্সারের মতো মারণ রোগকেও। আর এবার করোনা যুদ্ধে দেশের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ। তাঁর প্রতিষ্ঠান ‘ইউউইক্যান’-এর পক্ষ থেকে সারা ভারতে হাজারটি শয্যার ব্যবস্থা করা হচ্ছে। সঙ্কটজনক অবস্থায় থাকা করোনা আক্রান্ত রোগীদের জন্য এই ব্যবস্থা।
মঙ্গলবার টুইট করে যুবরাজ লেখেন, “করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসাত্মক আকার ধারণ করেছে। অগুন্তি জীবন চলে গিয়েছে, হাজার হাজার মানুষ লড়াই করছে। ‘মিশন১০০০বেড’-এর মাধ্যমে সঙ্কটজনক অবস্থায় থাকা রোগীদের কিছুটা সাহায্যের চেষ্টা করছি। আপনারও পাশে থাকুন’। যুবরাজের এই উদ্যোগ আপাতত দিল্লী, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, তেলেঙ্গানা, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে চালু হয়েছে। যুবরাজ বলেন, “আমরা প্রত্যেকেই এই সময় প্রিয় মানুষদের হারিয়েছি। অক্সিজেনের অভাব রয়েছে চারিদিকে। সকলেই নিজেদের মতো করে চেষ্টা করছেন। তাই আমিও এগিয়ে এলাম।”