দাম বাড়লো না, আবার কমলোও না। আজ নিয়ে পরপর দু’দিন স্থির রইল পেট্রল-ডিজেলের মূল্য। মুম্বই-সহ জয়পুর, ভোপাল ও একাধিক রাজ্যেও ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে প্রতি লিটার পেট্রল। যার ফলে জ্বালানি তেল কিনতে গিয়ে পকেটে টান পড়ছে ছাপোষা মধ্যবিত্তের। একনজরে দেখে নেওয়া যাক, আজকের পেট্রল-ডিজেলের দর-
চারটি বড় মেট্রো শহরের মধ্যে মুম্বইতে পেট্রলের দাম সবচেয়ে বেশি। এদিন মুম্বইতে লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০০.৭২ টাকা দরে। ডিজেলের মূল্য রয়েছে প্রতি লিটারে ৯২.৬৯ টাকা। তুলনায় কলকাতায় কিছুটা সস্তা পেট্রল। কলকাতাতে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে ৯৪.৫০ টাকা। ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ৮৮.২৩ টাকা।
অন্যদিকে, রাজধানী দিল্লীতেও জ্বালানির দাম কলকাতার মতোই। এদিন দিল্লীতে লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ৯৪.৪৯ টাকা দরে। ডিজেলের মূল্য রয়েছে প্রতি লিটারে ৮৫.৩৮ টাকা। বুধবারেও এই দামই বজায় ছিল। দিল্লী, কলকাতার তুলনায় চেন্নাইতে পেট্রলের দাম আবার বেশি। দক্ষিণের এই শহরে পেট্রল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৫.৯৯ টাকা দরে। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯০.১২ টাকা দামে।