একুশের নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হওয়ার পরেই এলাকায় কাজ শুরু করে দিয়েছেন রাজ চক্রবর্তী। বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাঁকে। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এবার বিধায়কের ভূমিকায় ফের একবার তাঁর মানবিক রূপ দেখা গেল। স্বামীর হাতে কাজ নেই, তাই টুইটে তারকা-বিধায়কের কাছে কাজ চেয়ে আবেদন করেছিলেন এক মহিলা। টুইটের উত্তরে শ্যামনগর নিবাসী ওই মহিলাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে রাজকে টুইটে ট্যাগ করে আবেদনকারী ওই মহিলা লেখেন, ‘রাজ দা আমি রীতা মজুমদার.. আমার বাড়ি শ্যামনগর.. আজ ২ মাস ধরে আমার আর বরের কোনো কাজ নেই। আমরা ভাড়া বাড়িতে থাকি। আমাদের একজনের জন্য দয়া করে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। কারণ আমরা ভাড়া বাড়ি থাকি, অনেক মাসের ভাড়া বাকি পড়ে গেছে দিতে পারছি না। তাই নিরুপায় হয়ে আপনার কাছে সাহায্য চাইছি। যদি পারেন একটু সাহায্য করুন। ধন্যাবাদ।’
টুইটের পাশাপাশি যোগাযোগের জন্য তাঁর নম্বরও জুড়ে দিয়েছিলেন ওই মহিলা। রীতার ওই টুইটে চোখ এড়ায়নি রাজের। আর টুইট দেখে এক মুহূর্তও দেরি করেননি তিনি। ওই মহিলাকে আশ্বাস দিয়ে রি-টুইটে তৃণমূলের তারকা-বিধায়ক লেখেন, ‘হাই রীতা, আমি তোমার বিষয়টা তোমাদের বিধায়ক সোমনাথ শ্যামদা কে বলেছি, উনি খুব ভালো মানুষ। উনি বলেছেন দেখে নিচ্ছেন।’ বিধায়ক হিসাবে রাজের এই তৎপরতা দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা।