আজ যশের ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করতে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে অধিকারীদের নাম না করে তিনি বলেন, বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। এদিন পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন অভিষেক। এর পাশাপাশি ত্রাণশিবিরে গিয়ে আশ্বস্ত করেন দুর্গতদের।
ঘূর্ণিঝড় যশের পর সপ্তাহ ঘুরলেও এখনো লন্ডভন্ড পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ উপকূল। এদিন দুর্গত এলাকা ঘুরে দেখতে হেলিকপ্টারে রামনগর পৌঁছন অভিষেক। সেখান থেকে তিনি যান তাজপুরে। এই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সেখানে সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, বাঁধ নির্মাণে দুর্নীতি হলে কাউকে রেয়াত করা হবে না।
এদিন শুভেন্দু অধিকারীকেও নাম না করে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, শিশির অধিকারী দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন এই বাঁধ মেরামতি ও মেরিন ড্রাইভের রাস্তা হয়। পাশাপাশি শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী থাকাকালীন এই সমুদ্র বাঁধেরও কাজ হয়। নিজের স্বার্থ চরিতার্থ করে মানুষকে বিপদে ফেলে পিঠ বাঁচাতে অন্য রাজনৈতিক দলে যোগ দিয়েছে। যারা মানুষের টাকা নয়ছয় করে এই ভাবে কাজ করেছে তাদের কাউকেই রেয়াত করা হবে না।