ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন। তবুও সেই আসন ছেড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপনির্বাচনে লড়ার জন্য। আর তারপর থেকেই এই জল্পনা শুরু হয়ে গিয়েছিল যে, তবে কি এর বদলে খড়দহে উপনির্বাচনে দাঁড়াতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়? অবশেষে সেই জল্পনাই সত্যি হল। উপনির্বাচনে খড়দহ থেকেই প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনের আগে আজ, খড়দহে গিয়ে এবার জনসংযোগ শুরু করে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী।
এদিন, খড়দহে ১,০০০ দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ‘দুয়ারে ভোজন’ কর্মসূচীতে যোগ দেন তৃণমূলের এই বরিষ্ঠ নেতা। আর সেখানেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থীকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপনির্বাচনে খড়দহ কেন্দ্রে প্রার্থী হওয়া নিয়ে শোভনদেব বলেন, ‘দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত কিছু বলতে পারি না। আমি শৃঙ্খলাপরায়ণ মানুষ।’