ভয়ঙ্কর করোনা সংক্রমণের কারণে কলম্বিয়া ও আর্জেন্টিনায় বাতিল হয়ে গিয়েছে কোপা আমেরিকা। তার বদলে এবার লাতিন আমেরিকার সব চেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার আসর বসছে ব্রাজিলে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মেসির আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই প্রতিযোগিতা। কোন দেশে হবে সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। তবে কালবিলম্ব না করে সোমবারই কনমেবল ফুটবল সংস্থা জানায় এই প্রতিযোগিতা আয়োজন করা হবে ব্রাজিলে।
এর আগে ২০১৯ সালেও ব্রাজিলে আসর বসেছিল কোপা আমেরিকার। গত বছর এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ বাধা হয়ে দাঁড়ায়। তবে ব্রাজিল এই মুহূর্তে অন্যতম দেশ, যেখানে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। প্রায় ৪ লক্ষ ৬০ হাজার মানুষ মারা গিয়েছেন এই রোগে। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৬ কোটির বেশি মানুষ। তবু আর উপায় না থাকায় শেষ পর্যন্ত প্রবল ঝুঁকি নিয়েই ব্রাজিলে এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৪ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা।