গত সপ্তাহে যশের প্রভাবে নিম্নচাপের জেরে বারবার বৃষ্টিতে ভিজছে বাংলা। এবার ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতেও সোমবার ভোর থেকে শুরু হল প্রবল বৃষ্টি। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতেও দেখা যায়। দিনভর এমনই আবহাওয়া জারি থাকবে বলেই আজ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রবিবার সকাল থেকে মোটেও ভাল ছিল না আবহাওয়া। সেভাবে মেলেনি রোদের দেখা। দিনভর কালো মেঘেই ঢাকা ছিল আকাশের মুখ। পূর্বাভাস থাকলেও মেলেনি বৃষ্টির দেখা। তবে সোমবার ভোর থেকে বদল ঘটলো আবহাওয়ায়। আশঙ্কাকে সত্যি প্রমাণ করে শুরু হল তুমুল বৃষ্টি। ভোর থেকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিনভর একইরকম আবহাওয়া জারি থাকবে।
কলকাতার পাশাপাশি বৃষ্টি চলবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ প্রায় গোটা রাজ্যে। উত্তরের জেলাগুলিও বৃষ্টিতে ভিজতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া জারি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদও নেমেছে বেশ খানিকটা। তীব্র গরম থেকে মিলেছে স্বস্তি।