বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দিল্লী ও নবান্নের বেনজির সংঘাতের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। সোমবার কর্মজীবন থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রের ফরমান এড়িয়ে গেলেন আলাপন। আর সঙ্গে সঙ্গে তাঁকে মুখ্য উপদেষ্টা নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তুমুল আলোড়ন নেটদুনিয়ায়। টুইটারে ট্রেন্ডিং এক নতুন হ্যাশটাগ। #BengaliPrimeMinister। দাবি, দেশের প্রধানমন্ত্রী হোন মমতাই।
উল্লেখ্য, কেন্দ্রের চিঠির পরও আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়েনি রাজ্য। বরং সোমবার নিজের কর্মজীবন থেকে অবসর নিলেন তিনি। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে তাঁকে নিযুক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এবং স্বরাষ্ট্রসচিব পদে তাঁর বদলে এলেন বি পি গোপালিকা। এদিন বিকেলে পাঁচটার কিছুক্ষণ আগে রাজ্যকে পালটা চিঠি দেয় কেন্দ্র। তাতে মুখ্যসচিবকে অবিলম্বে কেন্দ্রের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ৩১শে মে-ই আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর গ্রহণের দিন ছিল। কিন্তু রাজ্যের কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় যশ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে তাঁর কর্মজীবনের মেয়াদ তিন মাস বৃদ্ধির আবেদন জানায় রাজ্য। তাতে সায়ও দেয় মোদী সরকার। কিন্তু এর কয়েক দিনের মধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লীতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র। এর পরই তুঙ্গে ওঠে টানাপোড়েন। শেষমেশ কর্মজীবন থেকে ইস্তফা দেন আলাপন। তাঁকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন মমতা। আর নেটমাধ্যমে মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়ে ছড়িয়ে পড়ল নতুন ট্রেন্ড।