ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশ। মাত্র ৫ মাস আগে পৃথিবীর আলো দেখেছিল সে। কিন্তু হঠাৎই থমকে গেল জীবন। খাট থেকে পড়ে গিয়ে বিনা চিকিৎসায় মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বড়বাঙ্কি জেলায়। খাট থেকে পড়ে যাওয়ার পর আহত শিশুকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে ছুটে গিয়েছিলেন তার মা-বাবা। কিন্তু অভিযোগ, হাজার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতালে কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি। শেষমেশ হাসপাতাল চত্বরেই দীর্ঘক্ষণ পড়ে থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে মাস পাঁচেকের শিশুটি।
হাসপাতাল চত্বরে মৃত শিশুর দেহ কোলে নিয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তার বাবাকে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “সবাই এখানে শুধু করোনার কথা বলছে। কেউ কোনও রোগীকে ছুঁয়েও দেখছে না করোনার ভয়ে। আমার বাচ্চাকে কেউ দেখতে আসেনি। সাধারণ একটা খাট থেকে ও পড়ে গিয়েছিল। আর মরেও গেল।”