বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে উঠেছে। এরইমধ্যে এই ইস্যুতে রাজ্য সরকারে পাশে দাঁড়ালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এদিন সকালে একটি টুইট করেন কেজরি। সেখানে তিনি লেখেন, ‘এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয়। এখন সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়।এখন রাজ্য সরকারগুলির পাশে দাঁড়ানোর সময়। রাজ্যগুলিকে ভ্যাকসিন যোগান দেওয়ার সময়। সব রাজ্য সরকারগুলিকে একসঙ্গে নিয়ে টিম বানিয়ে কাজ করার সময়। লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে আছে’।
প্রসঙ্গত, আলাপনকে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মমতা। সেখানে তিনি লিখেছেন, রাজ্য এমনকি সংশ্লিষ্ট আমলার সঙ্গে কোনও আলোচনা না করেই কেন পদক্ষেপ করা হল, তা চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই নির্দেশ অসাংবিধানিক ও নজিরবিহীন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন তিনি। চার পাতার এই চিঠিতে উল্লেখ রয়েছে কলাইকুণ্ডার সেদিনের বৈঠকে অনুপস্থিতির কারণও। পাশাপাশি প্রশ্ন তুলেছেন মেয়াদ বৃদ্ধির সম্মতি দেওয়ার চার দিন পরই কেন বদলির নির্দেশ?