গত বৃহস্পতিবার আচমকাই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় আশঙ্কা করা হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে দলীয় সূত্রে খবর, করোনা আক্রান্ত নন তিনি। আপাতত কলকাতায় রয়েছেন। হাসপাতালে ভর্তির কথা থাকলেও নানা ধরণের পরীক্ষা করিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত কিছু রুটিন টেস্ট করানোর জন্য চিকিৎসকরা তাঁকে পরামর্শ দিয়েছেন। সেই মতোই তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন। অনেকটাই সুস্থ আছেন তিনি। জেলার সংগঠন সংক্রান্ত বিষয় নিয়ে দলের জেলা নেতৃত্বের সঙ্গে ফোনে টুকটাক কথাও হচ্ছে তাঁর।
মোটের উপর দল সূত্রে খবর, দু তিনদিনের মধ্যেই তিনি জেলায় ফিরতে পারবেন। দলের একাংশের মতে, গোটা নির্বাচনপর্ব জুড়ে এলাকায় দাপিয়ে প্রচার করেছেন তিনি। নানা জায়গা থেকে দলের কর্মীরা তাঁর কাছে আসেন। তিনি জেলায় থাকলে বেশ ভরসাও পান দলের অন্যান্য জেলা নেতৃত্ব। সেক্ষেত্রে তাঁর অসুস্থতার খবরে মন খারাপ হয়েছিল অনেকেরই। তবে করোনা রিপোর্ট নেগেটিভ আসাতে স্বস্তি ফিরেছে দলের অন্দরে। দলের এক জেলা নেতৃত্ব জানিয়েছেন, ‘কেষ্টদা প্রায় সুস্থ হয়ে উঠেছেন। কিছু রুটিন টেস্ট করিয়ে নেওয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। সেই টেস্ট করানোর পরেই দুতিনদিনের মধ্যে তিনি জেলায় ফিরবেন।’