একুশের পর ভোটপর্বের মাঝেই রক্ত ঝরছিল রাজ্যজুড়ে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহার। এবার তুফানগঞ্জ মহকুমার বারোকোদালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাধা দিতে গেলে তৃণমূলের এক মহিলা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ।
ওই তৃণমূল কর্মীর নাম শম্পা দাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। শম্পার অভিযোগ, রবিবাতে রাতে স্থানীয় কিছু বিজেপি কর্মী তাঁর বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়িঘর। সেই সময় তিনি বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।