দেশের ঘরোয়া অর্থনীতির পরিস্থিতি আগে থেকেই ভাল ছিল না। ২০২০-২১ আর্থিক বছর শুরু হওয়ার আগে থেকেই মন্দার সিঁদুরে মেঘ দেখা যাচ্ছিল। সেই নেতিবাচক পরিস্থিতির উপর কোভিডের খাঁড়ার ঘা আরও গভীর ক্ষত তৈরি করে দিল ঘরোয়া অর্থনীতিতে। ২০২০-২১ আর্থিক বছরে ঘরোয়া অর্থনীতি ৭.৩ শতাংশ সংকুচিত হয়েছে। অর্থাৎ বৃদ্ধির হার ঋণাত্মক— (-)৭.৩ শতাংশ।
উল্লেখ্য, গত আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ঘরোয়া অর্থনীতির সংকোচন হয়েছিল ২৪ শতাংশ। পরের ত্রৈমাসিকে তা কমে হয় ৭.৫ শতাংশ। এত খারাপের মধ্যেই কিঞ্চিৎ ইতিবাচক, যে ২০২০-২১ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বৃদ্ধি হয়েছে ১.৬ শতাংশ হারে। তবে গত চার দশকে ভারতীয় অর্থনীতিতে এত খারাপ পরিস্থিতি তৈরি হয়নি, মত বিশেষজ্ঞদের।