গত ১৮ মে করোনায় আক্রান্ত হন তিনি। প্রথমে বাড়িতে থেকে চিকিৎসা করালেও অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আনা হয় তাঁকে। তবে এখন ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেড়েছে অক্সিজন স্যাচুরেশনের মাত্রা। বুকের সংক্রমণও আগের তুলনায় খারাপের দিকে গড়ায়নি। খাবার খাচ্ছেন নিজেই। স্টেরয়েডের পরিমাণও কমিয়ে আনার চিন্তাভাবনা রয়েছে চিকিৎসকদের। অবস্থার উন্নতি হতেই হাসপাতালের বেডে শুয়ে টিভিতে খবর শোনার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তাঁর আবদার রেখে আইসিইউ-তেই চালানো হয় নিউজ চ্যানেল।
হাসপাতালের সর্বশেষ বুলেটিন থেকে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাইপ্যাপ সাপোর্টে অক্সিজেনের মাত্রা কমিয়ে করা হয়েছে ২ লিটার প্রতি ঘণ্টা। এই মুহূর্তে তাঁর স্যাচুরেশন ৯৬ শতাংশ। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ, সুগার লেভেল। গত কয়েকদিন ধরে তাঁর শুকনো কাশি হওয়ায় বুকের এক্স-রে করা হয়। তবে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আসেনি রিপোর্টে। হাসপাতাল জানাচ্ছে, তাঁর বুকের সংক্রমণ আগের তুলনায় খারাপ দিকে গড়ায়নি। খানিকটা হলেও বেড়েছে হার্টবিট। ইউরিনের মাত্রাও স্বাভাবিক রয়েছে বুদ্ধদেবের। এছাড়া চিকিৎসকরা জানাচ্ছেন, পাঁচ দিনের রেমডেসিভির কোর্সে উন্নতি হয়েছে তাঁর। ফলে আগামীদিনে স্টেরয়েডের মাত্রা কমিয়ে আনা হতে পারে। এমনকী, ইনজেকশনের বদলে ওষুধ আকারে দেওয়া হতে পারে স্টেরয়েড। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।