মাঝে মাত্র সপ্তাহ খানেকের ব্যবধান। এরমধ্যেই আজ বাংলায় চলে এল আরও ২ লক্ষ ৬৮ হাজার ৪১০ কোভিশিল্ড। এদিন সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছোয় করোনার টিকা। সূত্রের খবর, আগামীকাল থেকেই এই ভ্যাকসিন জেলায় জেলায় পাঠানো শুরু হবে বলে জানা গিয়েছে।
রাজ্যে গত কয়েক সপ্তাহে অত্যাধিক হারে বেড়েছিল করোনার প্রকোপ। চারদিকে হাহাকার। মৃত্যু মিছিল লেগেই রয়েছে। তবে আপাতত পরিস্থিতি অল্প হলেও আয়ত্তে এসেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুনের সেরাম ইনস্টিটিউট থেকে ইতিমধ্যেই টিকা কেনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। বুধবার সকালে পুণে থেকে ২ লক্ষ ১২ হাজার ৪৬০ ডোজ কোভিশিল্ড চলেও এসেছে রাজ্যে। এবার দ্বিতীয় দফায় ফের ভ্যাকসিন এল বাংলায়।
করোনা দ্বিতীয় ঢেউয়ের দাপটে রাজ্যে এখন টিকার চাহিদা তুঙ্গে। কেন্দ্র যখন গণটিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে, তখন বাংলায় পুরোদমে ১৮-৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়নি। কারণ, পর্যাপ্ত টিকার অভাব। স্বাস্থ্য দফতরের বক্তব্য, প্রস্তুতকারক সংস্থা যত দ্রুত টিকা সরবরাহ করবেন, তত তাড়াতাড়ি টিকাকরণও শুরু হবে।