একুশের বিধানসভায় ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রচারে বেরিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাঁকে ঘিরে উঠেছিল গো-ব্যাক স্লোগান। এবার হেরে যাওয়া কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে ‘হামলা’র মুখে পড়লেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁকে চড় মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেতা।
প্রসঙ্গত, করোনা আবহে বিজেপি নেতাদের ময়দানে নেমে কাজ করার নির্দেশ দিয়েছিল রাজ্য নেতৃত্ব। সেই মতোই শুক্রবার ভবানীপুর এলাকায় ত্রাণ দিতে পৌঁছেছিলেন রুদ্রনীল। ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ পরিবারের হাতে ত্রাণের সামগ্রী তুলে দেন। কিন্তু তারপরই হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, অভিনেতাকে চড় মারা হয়েছে। ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ রুদ্রনীল কালীঘাট থানায় অভিযোগ জানাচ্ছেন বলে খবর।