বসপা প্রধান তথা বিহারের দলিত নেত্রী মায়াবতীকে তাঁর জাতপাত নিয়ে করা মন্তব্যের পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়ে যেতেই এবার চরম বিপাকে প্পড়লেন অভিনেতা রণদীপ হুডা। তাঁকে রাষ্ট্রপুঞ্জের একটি দায়িত্বপূর্ণ শাখার দূতের পদ থেকে সরানো হল।
প্রসঙ্গত, ২০১২ সালে একটি অনুষ্ঠানে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর সম্পর্কে রণদীপের ওই মন্তব্যকে অনেকেই যৌনতাবাদী ও জাতপাতের ইঙ্গিতবাহী বলে জানিয়েছিলেন। সেটি এত বছর পর নতুন করে ভাইরাল হয়েছে। মঙ্গলবার টুইটারে সেটি পোস্ট করেন কেউ। আর তারপর বিষয়টি জানাজানি হতেই রাষ্ট্রপুঞ্জের কনভেনশন ফর দি কনসারভেশন অব মাইগ্রেটরি স্পেসিস অব ওয়াইল্ড অ্যানিম্যালস (সিএমএস) এর দূতের পদ থেকে অপসারিত করা হয় রণদীপকে। ২০২৩ পর্যন্ত তাঁর দূত পদে থাকার কথা ছিল।
সিএমএস সচিবালয় জানিয়েছে, তারা সম্প্রতি একটি ভিডিও ক্লিপের কথা জেনেছে। তারাও দেখেছে, ভিডিওর মন্তব্যগুলি খুবই আপত্তিকর। তা সিএমএস সচিবালয় বা রাষ্ট্রপুঞ্জের মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। সচিবালয় এও জানিয়েছে, ২০২০র ফেব্রুয়ারি মাসে রণদীপকে যখন সিএমএসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা দূতের পদে নিয়োগ করা হয়, তখন তারা ২০১২-র ওই ভিডিওর কথাটা জানত না। সিএমএস বন কনভেনশন নামেও পরিচিত। সচিবালয় জানিয়েছ, সিএমএস রাষ্ট্রপুঞ্জের একটি চুক্তি, রাষ্ট্রপুঞ্জের সচিবালয় ও রাষ্ট্রপুঞ্জের পরিবেশ কর্মসূচী থেকে আলাদা।