করোনা আবহেই মধ্যপ্রাচ্যের কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের অনুশীলনে মগ্ন রয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রতিযোগিতা। ঠিক তার আগে স্বস্তির খবর পেলেন সুনীল ছেত্রীরা। ফিফা ক্রমতালিকায় ১০৫ নম্বরেই রয়ে গেল ভারতীয় ফুটবল দল। দোহায় আগেই পৌঁছে গিয়েছেন সুনীল-মনবীররা। অনুশীলনও শুরু করে দিয়েছে ইগর স্টিম্যাচের ছেলেরা। সেখানেই খবর পেল টিম ইন্ডিয়া।
এদিকে, ফিফা ক্রমতালিকায় এশিয়ার দলগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাপান। জাপান রয়েছে ২৮ নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান, তাদের ক্রমতালিকা ৩১। উল্লেখ্য, এশিয়া থেকে ভারত রয়েছে ঊনিশ নম্বরে। এছাড়াও, ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল বেলজিয়াম, দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। তারপর ব্রাজিল, ইংল্যান্ড আর পর্তুগাল। ফিফা ব়়্যাঙ্কিংয়ের ৬ নম্বরে রয়েছে স্পেন। ৮ নম্বরে আছে লিওনেল মেসির আর্জেন্তিনা। তবে প্রথম দশে নেই জার্মানি। তাঁরা রয়েছে ১২ নম্বরে।