টানা ২ সপ্তাহের লকডাউনের প্রভাবে অবশেষে গত কয়েকদিন ধরেই রাজ্যে কোভিড গ্রাফ ক্রমশ নিম্নমুখী। পরিসংখ্যান বলছে, গত ২৩ মে-র পর এই সংখ্যা সর্বনিম্ন। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। এ বিষয়ে উল্লেখ্য, রাজ্যে গত কয়েক দিন ধরেই সক্রিয় করোনা রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে।
বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,৯৭৫ জন এবং কলকাতায় আক্রান্ত হয়েছেন ১,৪৮৯ জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে ৪২ জনের। ৩২ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। এর পাশাপাশি কোভিড গ্রাফে চিন্তা বাড়াচ্ছে হাওড়া জেলাও। শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৪৯ জন। দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যাটা ১০৯৪ জন।
আক্রান্তের সংখ্যা কমলেও দক্ষিণবঙ্গের পাশাপাশি করোনা ভাইরাস চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় অনেকটা বেড়ে দার্জিলিংয়ে দৈনিক সংক্রমণ ৭১০। জলপাইগুড়িতে এখন দৈনিক সংক্রমণ ৬৮২। রাজ্যে মোট সুস্থের সংখ্যা এখন ১১ লক্ষ ৯৯ হাজার ১২০। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দৈনিক টিকাকরণের মাত্রা বাড়ালেই করোনাকে আরও অনেক বেশি বাগে আনা সম্ভব হবে। রাজ্য স্বাস্থ্য দফতর বলছেন, বৃহস্পতিবার টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৫৭৩ জনকে। সব মিলিয়ে এখনও অবধি রাজ্যে টিকাকরণ হয়েছে ১ কোটি ৩৭ লক্ষের বেশি মানুষের। তবে আগামী দিনে এই টিকাকরণ কর্মসূচি আরও বাড়বে বলেই জানিয়েছে নবান্ন।