আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। যেখানে নতুন নজির গড়ার সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পরিসংখ্যান বলছে, আর মাত্র চারটি উইকেট পেলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটের মালিক হবেন তিনি। আপাতত অশ্বিনের সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৭০) ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬৯)।
যেহেতু ফাইনালে ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে, তাই কামিন্স কিংবা ব্রডের কাছে নিজেদের উইকেট সংখ্যা বাড়ানোর আর কোনও সুযোগ নেই। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বোলারদের তালিকায় সবার উপরে থাকার সুবর্ণ সুযোগ রয়েছে অশ্বিনের সামনে। কারণ, দুই ইনিংস মিলিয়ে চারটি উইকেট পাওয়া মোটেই অসম্ভব নয় অশ্বিনের পক্ষে। এদিকে, এই তালিকায় পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি। যাঁর ঝুলিতে ৫১টি উইকেট। তাঁর পক্ষে সর্বাধিক উইকেট সংগ্রহকারী হওয়ার সুযোগ কম।
অশ্বিন মোট ১৩টি টেস্ট খেলেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। তার মধ্যে অধিকাংশই দেশের মাটিতে। বিদেশে মোট চারটি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি অস্ট্রেলিয়ায় ও একটি নিউজিল্যান্ডে। তবে ইংল্যান্ডের পিচে স্পিনাররা খুব একটা সাহায্য পান না। এখন দেখার, ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুই স্পিনার নিয়ে দল নামায় কিনা। মনে করা হচ্ছে, ফাইনালে জাদেজার খেলার সম্ভাবনা বেশি। কারণ তিনি অলরাউন্ডার। তাই অশ্বিনকে যে খেলানো হবেই, তা বলা কঠিন। কারণ, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাউদাম্পটনেই টেস্ট ম্যাচে ৫১.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র তিনটি উইকেট পেয়েছিলেন তিনি। যার ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।