আগামী ১৮ জুুন সাউদাম্পটনের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। যা চলবে ২২ জুন অবধি। তবে ইংল্যান্ডের আবহাওয়ার কারণেই নাকি সেই ফাইনালে এগিয়ে থাকবে নিউজিল্যান্ডই। এমনটাই দাবি অজি পেসার প্যাট কামিন্সের। বিরাট কোহলির ভারত না কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড, কোন টিম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ী হবে, তা নিয়ে নানা জল্পনা চলছে। মূলত বিদেশি প্রাক্তন বা বর্তমান প্লেয়ারদের অনেকেই এই ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছে। তার একটা বড় কারণ হল ইংল্যান্ডের আবহাওয়া।
নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে এই ফাইনাল খেলার আগে ইংল্যান্ডের সঙ্গে দু’টি টেস্ট ম্যাচও খেলবে। যার ফলে পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বড় সুযোগ পেয়ে যাচ্ছে তারা এবং নিজেদের প্রস্তুতিটাও ভাল ভাবে সেরে নিতে পারবে। ভারত সেখানে কোনও প্রস্তুতি ম্যাচই খেলছে না। ২ জুন ইংল্যান্ডে পৌঁছেই ১০ দিনের কোয়ারেন্টাইন কাটাবে। তার পর কিছু দিন পুরোদমে প্র্যাকটিস করে বা নিজেদের মধ্যে ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবে কোহলি-রোহিতরা।
যে কারণে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে প্যাট কামিন্স বলেছেন, “এটা খুবই ভাল ম্যাচ হতে চলেছে। তবে ইংল্যান্ডে খুবই বৃষ্টি হবে সে সময়। যদি ওখানকার আবহাওয়ার কথা ধরা হয়, সে ক্ষেত্রে নিউজিল্যান্ড কিছুটা হলেও এগিয়ে থাকবে।” এর সঙ্গেই তিনি যোগ করেছেন, “এটা খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হওয়ার কথা। তবে দু’টো টিমই কিন্তু মাস দুয়েক হল কোনও টেস্ট ম্যাচ খেলেনি। এই টেস্টের ফল যা খুশি হতে পারে। তবে আবহাওয়ার দিক থেকে ভারতের থেকে নিউজিল্যান্ড বেশি সুবিধে পাবে।”