রুদ্ধশ্বাস ইউরোপা লিগের ফাইনালে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং স্পেনের ভিয়ারিয়ালের ম্যাচে জয়ী দল কারা, তা জানতে অপেক্ষা করতে হল ২১তম পেনাল্টি কিক অবধি। ১১-১০ ব্যবধানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবকে হারিয়ে প্রথম বার এই ট্রফি জিতল স্প্যানিশ ক্লাব।
এদিন ম্যাচে ২৯ মিনিটের মাথায় ভিয়ারিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার জেরার্ড মোরেনো। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে লা লিগার দল। তবে ম্যাঞ্চেস্টারকে স্বস্তি দেন এডিসন কাভানি। ৫৫ মিনিটের মাথায় গোল করেন তিনি। ১-১ ব্যবধানে শেষ হয় ৯০ মিনিট। প্রথমে ৫টি করে পেনাল্টি শটে ২ দলের প্রত্যেকে গোল করে যান। ফের পেনাল্টি শুট শুরু হলেও অপেক্ষা করতে হয় ১১ নম্বর শট অবধি। এদিন ম্যাঞ্চেস্টারের গোলরক্ষক দাভিদ দে হিয়া একটি পেনাল্টি শটও আটকাতে পারেননি। নিজে শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন। তাঁর মারা শট অনায়াসে আটকে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি।