মে মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ হয়ে গিয়েছিল। তবে সেদিন কেউ অসুস্থ ছিলেন, অভার কেউ কেউ খবর না পাওয়ায় আসতে পারেননি সেই শপথগ্রহণ অনুষ্ঠানে। আর তাই আগামী শুক্রবার শপথ নেবেন রাজ্যের দুই মন্ত্রী-সহ ১২ জন বিধায়ক। বরাবরের মতই সেদিন শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, রাজ্যে ভোটপর্ব মিটে গিয়েছে গত ২৯ এপ্রিল। ফলাফল বের হয় ২ মে। বিপুল সংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ মে রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান। এরপর গত ৭ এবং ৮ মে শপথ নিয়েছিলেন নবনির্বাচিত বিধায়করা। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। প্রথমদিন অর্থাৎ ৭ মে শপথ নেন ১৪৩ জন। পরদিন অর্থাৎ ৮ মে শপথ নেন আরও ১৪৮ জন বিধায়ক।
কিন্তু করোনা সংক্রমিত হওয়ায় এই দুদিনে নব নির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নিতে পারেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রথীন ঘোষ। এবার এই দুই মন্ত্রী-সহ ১২ জন বিধায়ককে শপথ নিতে হবে। জানা গিয়েছে, এই ১২ জনের মধ্যে একজন বিজেপির বিধায়কও আছেন। এঁদের মধ্যে চারজন করোনার জন্য শপথ নিতে পারেননি। বাকি আটজনের ক্ষেত্রে যোগাযোগের ত্রুটি হয় বলে বিধানসভা সূত্রে খবর। সঠিক সময়ে তাঁদের কাছে শপথের খবর পৌঁছয়নি, তাই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁরা থাকতে পারেননি। এঁদের বেশিরভাগই মালদা ও মুর্শিদাবাদ থেকে নির্বাচিত বিধায়ক।