বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের সন্ত্রাসও। গত ২ মে ভোটের ফল প্রকাশের পরেও অব্যাহত তাদের হিংসার রাজনীতি। রাজ্যের দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। এবার যেমন নদিয়ায়
তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও ছররা গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। গুরুতর জখম হয়েছেন ১০ থেকে ১২ জন। তাঁদের ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ার তেঘড়ি এলাকায় সবজি বিক্রি করতে গিয়েছিলেন প্রায় ১২ জন যুবক। তাঁরা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। অভিযোগ, আচমকা বেশ কয়েকজন বিজেপি কর্মী তাঁদের ওপর চড়াও হন। ওই তৃণমূল কর্মীদের লক্ষ্য বোমাবাজি ও ছররা গুলি চালানো হয়। জখম হন একাধিক তৃণমূল কর্মী। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। আহতদের দাবি, ভোট মেটার পর থেকেই বিজেপি কর্মীরা তাঁদের সঙ্গে ঝামেলা করছিলেম। রাজনৈতিক কারণেই এদিন তাঁদের উপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে নাকাশিপাড়ার বিধায়ক বলেন, ‘তৃণমূল কর্মীদের ওপর বিজেপি হামলা করেছে। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’