দীর্ঘ ১১ বছর পর লিগ খেতাব জিতিয়েছেন ইন্টার মিলানকে। পাশাপাশি গত মরশুমে দলকে নিয়ে গিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনাল অবধিও। তবে স্কুডেটো জিতেও ক্লাব থেকে এবার বিদায়ই নিতে হচ্ছে কোচ আন্তোনিও কন্তে কে। কারণ হিসাবে ক্লাবের সঙ্গে তাঁর মতাদর্শ ও আকাঙ্খার গড়মিলকেই দায়ী করছেন একাংশ।
করোনা আবহে বেশিরভাগ ক্লাবের মতোই ইন্টার মিলানও গভীর আর্থিক সঙ্কটে জর্জরিত। এর ফলে আগামী মরশুমের আগে বেশ কিছু খেলোয়াড়কে বিক্রি করতে ইচ্ছুক নেরাজুরি কর্মকর্তারা। আর এ বিষয়েই অমত কন্তের। উচ্চাকাঙ্খী কন্তে নিজের দলের সকল গুরুত্বপূর্ণ ফুটবলারদেরই দলে রাখতে আগ্রহী। এই মতবিরোধের ফলে ক্লাব কর্তৃপক্ষ না চাইলেই নিজেই দল থেকে সরে যেতে চান কন্তে।
ইন্টারের তরফে এক বিবৃতিতে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করে জানানো হয়, “এফসি ইন্টারনাজিনাল জানাতে চায় যে দুই পক্ষেরই সম্মতিক্রমে আন্তোনিও কন্তের চুক্তি বাতিল করা হচ্ছে। গোটা ক্লাবের তরফ থেকে কন্তেকে তাঁর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানানো হচ্ছে, যার ফলে আমরা নিজেদের ইতিহাসের ১৯ নম্বর স্কুডেটো জিততে সক্ষম হই। কন্তে আজীবন আমাদের ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন।”