গত বছর সেপ্টেম্বরের হাথরস কাণ্ড থেকে শুরু করে গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার — বারবারই যোগীর পুলিশের দিকে আঙুল উঠেছে। এবার ফের কাঠগড়ায় তারা। মাস্ক না পরার জন্য উত্তরপ্রদেশ পুলিশ তাঁর পা-হাতের আঙুলের নখে হাতুড়ি ঘায়ে পেরেক ফুটিয়ে ফুটিয়ে নির্মম অত্যাচার করেছে বলে অভিযোগ জানিয়েছে এক যুবক।
উত্তরপ্রদেশের বেরেলির যোগী নাভাদার বাসিন্দা রঞ্জিত নামে ওই যুবক তাঁর মাকে সঙ্গে নিয়ে বারাদারি থানায় হাজির হন সম্প্রতি। তারপরে অভিযোগ তোলেন খোদ পুলিশের বিরুদ্ধেই। জানান, তাঁর হাত এবং পায়ের নখে পেরেক ফুটিয়ে নির্যাতন করা হয়েছে করোনা বিধি লঙ্ঘন করার জন্য।
যদিও পুলিশের পক্ষ থেকে রঞ্জিতের আনা অভিযোগ এক্কেবারে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। বরং করোনা কার্ফু ভাঙার অপরাধে পুলিশি গ্রেফতারি থেকে বাঁচতে সে নিজেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন পুলিশ কর্তারা। বেরেলির এসএসপি রোহিত সিং সজ্জন বলেন, ‘রঞ্জিতের অভিযোগ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে বারাদারি থানায় অভিযোগ দায়ের হয়েছিল আগেই। গ্রেফতারি এড়াতে সে নিজেই এই কাণ্ড ঘটিয়েছে।’
পুলিশ সুপারের দাবি, ‘২৪ মে যোগী নাভাদার বাসিন্দা রঞ্জিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য। কর্তব্যরত কনস্টেবল তাঁকে মাস্ক পরতে বলায় তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তার ফলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রঞ্জিত এই নাটক করেছে পুলিশের হাত থেকে বাঁচতে।’