বুধবার সকালেই উড়িষ্যার বালাসোরে আছড়ে পড়েছিল যশ। তারপর ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করে সময় যত এগিয়েছে, ততই শক্তি হারিয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। অবশেষে বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় থেকে আবার গভীর নিম্নচাপে বদলে গেছে। কিন্তু তাতেও বাংলায় যশের প্রকোপ যেন থামছে না। যার জেরে ফের বাংলায় তাণ্ডব চালাল টর্নেডো। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হালিশহর ও আজ অশোকনগরের পর এবার ঝড়ের দাপট দেখা গেল বীরভূমের মুরারইয়ের বিশোর গ্রামে। বৃহস্পতিবার দুপুরে এই টর্নেডোয় গ্রামের অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ত্রাণকাজে নেমেছে জেলা প্রশাসন।
বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১.৩০ মিনিট নাগাদ বীরভূমের মুরারইয়ের বিশোর গ্রামে টর্নেডো দেখা যায়। কয়েক মিনিট স্থায়ী ছিল এই ঝড়। বাতাসের প্রবল বেগে গ্রামের বহু বাড়ির টিনের চাল উড়ে যায়। অনেক বাড়ির দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। চালের টিন উড়ে গিয়ে বিদ্যুতের তারে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আশ্রয়হীন পরিবারগুলির জন্য ত্রাণের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে এলাকায় ত্রাণ পৌঁছেছে। পৌঁছেছে ত্রিপল।