আজ, বুধবার সকালবেলা উড়িষ্যার বালেশ্বরের কাছে আছড়ে পড়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। সূত্রের খবর, নির্ধারিত সময়ের আগেই স্থলভাগে আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। কয়েকঘণ্টা ধরে এই ঘূর্ণিঝড়ের দাপট চলবে বলেই মত আবহাওয়াবিদদের। এদিকে, আজ সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে বন্ধ থাকছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল ৮টা থেকে বন্ধ হয়েছে উড়ান পরিষেবা। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে করোনা এবং ঘূর্ণিঝড় যশ আবহে যাত্রী সুরক্ষার কথা ভেবেই পরিষেবা বন্ধ করা হয়েছে।
আজ সন্ধেবেলা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই শহরের সব উড়ালপুলও বন্ধ করে দেওয়া হয়েছে। উম্পুনের থেকে শিক্ষা নিয়ে যশ নিয়ে এবার প্রবল সতর্ক রাজ্য সরকার৷ প্রসঙ্গত, গত বছর উম্পুনের সময় বিমানবন্দরের অনেক অংশের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। জলের তলায় চলে যায় রানওয়ে, হ্যাঙ্গার। বেশ কয়েকটি বিমানও ক্ষতির মুখে পড়ে। এবার তাই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে।