বুধবার দুপুরেই বালেশ্বর ও পারাদ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
তাই বুধবার লাল সতর্কতা জারি করা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দীঘা উপকূলীয় এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় চলছে মাইকিং। এরই মধ্যে কমতে শুরু করেছে দূরত্ব। এই মুহূর্তে দীঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। গতিবেগ বাড়লেও গতিপথ একই রয়েছে ইয়াস-এর। মৌসম ভবনের ভোর ৫ টার বুলেটিন অনুযায়ী, দীঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে যশ। আর তার জেরে সকাল থেকে উত্তাল দীঘার সমুদ্র। যশের ল্যান্ডফলের পর আরও বেশি উত্তাল হবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা থাকবে ২-৪ মিটার। কোনও কোনও সময়ে ৫ মিটার পর্যন্ত হবে ঢেউয়ের উচ্চতা। সঙ্গে রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। ফলে সমুদ্র আরও বেশি উত্তাল হয়েছে।