আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল থেকে দুপুরের মধ্যেই বালেশ্বর ও পারাদ্বীপের মাঝামাঝি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তবে যশের ল্যান্ডফলের আগে থেকেই উত্তাল সমুদ্র। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার মুড়ি গঙ্গার বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। ফলে কপিলমুনির আশ্রমের কাছে সমুদ্রের জল বাড়ছে। পাথরপ্রতিমার জি প্লটে ভেঙেছে বাঁধ।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর, জি প্লট, রায়দিঘি-সহ বিস্তৃর্ণ এলাকায় ফুসছে সমুদ্র। দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়ার মুড়ি গঙ্গা নদীতে জল বেড়েছে। বাঁধের ফাটল এবং ভেঙে পড়া অংশ দিয়ে ক্রমাগত এলাকায় জল ঢুকছে। জল বেড়েছে গঙ্গাসাগরেও। কপিল মুনির আশ্রমে সামনেও জল বাড়ছে। খোড়ামারা দ্বীপেও বাঁধ ভেঙেছে। একই ছবি পাথরপ্রতিমার জি প্লটের গোবধনপুরে। সেখানেও বাঁধ ভেঙে সমুদ্রের জলে ভেসেছে এলাকা। প্রশাসনের তরফে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় যাচ্ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। বাঁধ মেরামরির কাজ খতিয়ে দেখছেন তিনি।