করোনা অতিমারি ঠেকাতে এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে চলছে টিকাকরণ। সর্বত্রই দেখা মিলছে করোনা টিকা নেওয়ার লম্বা লাইন। কোউইনে বুক করতে চেয়েও টিকাকরণের স্লট পাচ্ছেন না বহু মানুষ। কিন্তু এর উল্টো ছবি দেখা গেল যোগী রাজ্যে। সেখানে স্বাস্থ্যকর্মীরা গ্রামে এসে টিকা দিতে চাইলে নদীতে ঝাঁপ দিচ্ছেন গ্রামবাসীরা। হ্যাঁ, এবার ভ্যাকসিনের নামে বিষ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে শেষ মেশ নদীতে ঝাঁপ দিলেন উত্তরপ্রদেশের একদল গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে বারাবনকি গ্রামে। সেখানে এখনও পর্যন্ত গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন মাত্র ১৪ জন। তাই গ্রামে গিয়েই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যকর্মীরা। পরিকল্পনামাফিক গত শনিবার গ্রামে টিকা নিয়ে পৌঁছে যান তাঁরা। আর তারপরেই প্রথমে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি হয় গ্রামবাসীদের। স্বাস্থ্যকর্মীরা যতই বোঝান, টিকা নিতে রাজি হন না কেউই। এমনকী ইঞ্জেকশনের ভয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সরযূ নদীতে ঝাঁপ দেন অনেকে। কোমর জলে গিয়ে দাঁড়িয়ে থাকলেন ঘণ্টার পর ঘণ্টা। গ্রামবাসীদের দাবি, গ্রামেরই কয়েকজন তাঁদের সাবধান করেছেন। করোনা টিকায় নাকি আসলে বিষ মেশানো রয়েছে। টিকা নিলেই নাকি মৃত্যু অনিবার্য! তাই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ।