একুশের যুদ্ধে বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেছেন তিনি। আর তার মাত্র ১৯ দিনের মধ্যেই নিজের দেওয়া ভোট প্রতিশ্রুতি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা আক্ষরিক অর্থেই রেকর্ড। একুশের নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে বাংলার মা-বোনেদের মাসে ৫০০ টাকা করে দেবে তাঁর সরকার। তপশিলি জাতি-উপজাতি ভুক্ত হলে সেই অঙ্ক দ্বিগুণ। অর্থাৎ বছরে ১২ হাজার টাকা। কখনও সেটাকে তিনি বলেছিলেন হাত খরচ, আবার কখনও বলেছিলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে এটিই ছিল সবচেয়ে বড় চমক৷ এবার তা বাস্তবায়িত হতে চলেছে। পাশাপাশি, নির্বাচনের মুখে দলের ইস্তেহারে তৃণমূল নেত্রী বলেছিলেন, সরকারে এসে ‘দুয়ারে রেশন’ কর্মসূচী চালু করবেন তিনি। সেই কর্মসূচীর বাস্তব রূপায়ণের জন্যেও রাজ্য মন্ত্রীসভার বৈঠকে টাস্ক ফোর্স গঠন করেন মুখ্যমন্ত্রী।
গতকাল মমতা বলেন, ‘মহিলাদের হাত খরচের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হচ্ছে। তফসিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা পাবেন এক হাজার টাকা করে। তার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।’ যেখানে স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিব ছাড়াও রাখা হয়েছে নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিবকে। এছাড়া, উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রী ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড দেওয়ার প্রকল্পেও সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রীসভা৷ মাত্র চার শতাংশ সুদে ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের বাস্তবায়নের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। সেখানে স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব ছাড়াও শিক্ষা দফতরের সচিবকে রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সরকার গঠনের পর একমাসও হয়নি৷ দলের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কিছুটা রক্ষা করলাম৷’