ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে দেশের মাটিতে আইপিএল আয়োজন করে প্রবল সমালোচনার শিকার হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই। যদিও শেষ অবধি চাপে পড়ে মাঝপথেই আইপিএল বন্ধ করে দিতে হয়েছে। এবার করোনা যুদ্ধে সামিল হয়ে ১০ লিটারের ২০০০টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, কনসেনট্রেটরগুলির দাম ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সবমিলিয়ে অক্সিজেন জোগান বাবদ প্রায় ১২ কোটি টাকা ব্যয় করছে সৌরভ গাঙ্গুলির বোর্ড। সোমবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে ১০ লিটারের ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর দেবে বোর্ড। এই সময় দেশজুড়ে করোনা চিকিৎসার সরঞ্জাম ও অক্সিজেনের চাহিদা মারাত্মক। তাই আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে কনসেনট্রেটর জোগান দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে। আমাদের আশা, এই উদ্যোগ মহামারীর ভয়াবহতা কমাতে সাহায্য করবে।’
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ এই প্রসঙ্গে বলেছেন, “স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, কোভিডের বিরুদ্ধে তাঁদের সেই হার না মানা লড়াইকে কুর্নিশ জানাচ্ছে বিসিসিআই। তাঁরা সামনের সারির যোদ্ধা। এই লম্বা যুদ্ধ এখনও জারি রয়েছে। বিসিসিআই সবসময়ই স্বাস্থ্য ও সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। করোনা আক্রান্তদের আরোগ্য লাভে সাহায্য করবে অক্সিজেন কনসেনট্রেটর।” এদিকে, শুধু বোর্ড নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেন কনসেনট্রেটর দানের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিক এবং ক্রুণাল পান্ডিয়াও।