রাজ্যে জটিল করোনা পরিস্থিতির মধ্যেই ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘যশ’। এই জোড়া বিপর্যয়ের কথা মাথায় রেখেই এবার দীঘা হাসপাতালের সমস্ত কর্মীদের ছুটি আপাতত বাতিল করা হল। সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড পরিস্থিতিতে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘যশ’ রাজ্যে আছড়ে পড়লে সংক্রমণের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে প্রশাসন। এই আবহে পূর্ব মেদিনীপর জেলার দিঘায় চিকিৎসা পরিষেবা সচল রাখতে তৎপর হয়েছেন স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালের সুপার সন্দীপ বাগ বলেন, “কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। হাসপাতালেই তাঁদের রাতদিন থাকাখাওয়ার ব্যবস্থা করবে জেলা প্রশাসন।” তিনি আরও বলেন, “ঘূর্ণিঝড়ের জন্য হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট হলে ২৪ ঘণ্টা জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে।”
উল্লেখ্য, কার্যত লকডাউন এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এই মুহূর্তে দীঘা পর্যটকহীন হলেও বিস্তীর্ণ এলাকার মানুষজনের একমাত্র ভরসা এই হাসপাতাল। দীঘার হাজার হাজার হোটেলকর্মী থেকে শুরু করে এলাকার মানুষজন চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। প্রশাসনের আশঙ্কা, ‘যশ’ আছড়ে পড়লে করোনার প্রকোপও বাড়তে পারে। এমনকী, যে কোনও সময় আপদকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। তাই দীঘা স্টেট জেনারেল হাসপাতালকে সর্বদা তৈরি রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।