কিছুতেই যেন লাগাম টানা যাচ্ছে না। উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে জ্বালানির মূল্য। আজ, সপ্তাহের প্রথম দিনেও কমল না পেট্রোল-ডিজেলের দর। রবিবারের মতো চড়া দাম বজায় রয়েছে সোমবারেও। দেশের একাধিক শহরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। একনজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ অন্য বড় শহরে পেট্রল-ডিজেলের দাম-
আজ, সোমবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ৯৩.২৭ টাকা। রবিবারও এই দামই বজায় ছিল। অন্যদিকে ডিজেলের দাম রয়েছে ৮৬.৯১ টাকা। রাজধানী দিল্লীতেও পেট্রোল-ডিজেলে রবিবারের দরই বজায় রয়েছে। সেখানে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৩.২১ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৪.০৭ টাকা প্রতি লিটার। দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে কলকাতা, দিল্লীর তুলনায় জ্বালানি তেলের দাম কিছুটা বেশি। চেন্নাইতে সোমবার পেট্রোলের দাম রয়েছে ৯৪.৮৬ টাকা ও ডিজেলের দাম রয়েছে ৮৮.৮৭ টাকা প্রতি লিটার।
তবে দেশের বড় মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইতে পেট্রোলের দাম সর্বাধিক। একেবারে অগ্নিমূল্য হারে বাণিজ্য নগরীতে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল। সোমবার মুম্বইতে পেট্রোলের দর রয়েছে ৯৯.৪৯ টাকা ও ডিজেলের দর প্রতি লিটার ৯১.৩০ টাকা। এদিকে, দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলা পেট্রোলের দামে এখন খবরের শিরোনামে। গতকাল সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ১০৪.১৮ টাকা। প্রতি লিটার ডিজেলের দর ছিল ৯৬.৯১ টাকা। গত কয়েক দিনে যেভাবে জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে মাথায় হাত মধ্যবিত্তের।