ফুটবল বিশ্বের অন্যতম কঠিন লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। আর সেই মঞ্চে গত এক দশক, শতাধিক গোল ও অসংখ্য স্মৃতি তৈরি করেছেন তিনি। এবার প্রিয় ম্যাঞ্চেস্টার সিটিকে বিদায় জানাচ্ছেন তাঁদের দশ নম্বর জার্সিধারী আর্জেন্তিনীয় সার্জিও কুন আগুয়েরো। ইতিহাস বারবার নিজের পুনরাবৃত্তি ঘটায়। রবিবার আবারও এক দশক আগের চিত্রই দেখা গেল সিটির এতিহাদ স্টেডিয়ামে। এক দশক আগে সোয়ানসি সিটির বিরুদ্ধে নিজের অভিষেক ম্যাচে ৬০ মিনিটের মাথায় নেমে জোড়া গোল করেছিলেন আগুয়েরো। গতকালও পরিবর্তিত হিসাবে ৬৩ মিনিটে নেমে জোড়া গোল করলেন কুন। পাশাপাশি ভেঙে দিলেন প্রিমিয়ার লিগে এক দলের হয়ে রুনির করা সর্বাধিক ১৮৩ গোলের রেকর্ডও।
ম্যান সিটিতে নিজের প্রথম মরশুমেই সমর্থকদের পরের দশকে কী ঘটতে চলেছে তা ভালভাবে বুঝিয়ে দিয়েছিলেন আগুয়েরো। ২০১১-১২ মরশুমে ৯৩ মিনিটে গোল করে কয়েক দশক পর সিটিকে লিগ খেতাব এনে দেন। মিডলসব্যরার বিরুদ্ধে তাঁর সেই গোল করে জার্সি উন্মোচন প্রিমিয়ার লিগের গ্যালারিতে চিরকালের মতো জায়গা করে নিয়েছে। মরশুমের পর মরশুম কেটেছে, বদলেছে ম্যানেজার, বদলেছে খেলার ধরনও। বদলাননি শুধু তিনি আর তাঁর মুখের শিশুসুলভ হাসি।
এবার সেই আগুয়েরো দল ছাড়ছেন পাঁচটি লিগ-সহ মোট ১৫টি মুখ্য ট্রফি, ১৮৪ টি লিগ গোল ও ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে। সিটি সমর্থকদের ইউরোপের অন্যতম সেরা হয়ে ওঠার উত্থানের মূল কান্ডারি তাই তিনিই। তবে এখনও এক ম্যাচ বাকি আছে আগুয়েরোর, সিটির ইতিহাসের হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শেষ একবার মাঠে নামতে পারেন কুন। সেদিন তিনি নতুন কোনো রেকর্ড গড়তে পারেন কিনা, সেটাই দেখার।