দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রূপ বদলে আরও ভয়ংকর আকার ধারণ করেছে এই মারণ ভাইরাস। আর তার জেরে রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুমিছিলও। তবে এ হেন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই লকডাউন উপেক্ষা করে বদ্রীনাথ মন্দিরে হাজির উত্তরাখণ্ডের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ভারপ্রাপ্ত মন্ত্রী ধন সিং রাওয়াত ও অন্যান্য বিজেপি নেতারা। চার ধাম যাত্রা শুরু হলেও লকডাউনের নিয়ম ভঙ্গ করে বিজেপি নেতাদের মন্দির সফরে আসার বিরোধিতা করলেন স্বয়ং মন্দিরের পুরোহিতরাই।
রবিবার ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিজেপি নেতাদের মন্দির দর্শনে আসা নিয়ে প্রশ্ন তুলে পুরোহিতরা বলেন, ‘যেখানে রাজ্য সরকারের তরফে চারধাম যাত্রার ওপর স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং দূর-দুরান্ত থেকে আগত সাধারণ দর্শনার্থীদের করোনা সংক্রমণের ভয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে বিজেপি নেতারা কীভাবে বদ্রীনাথ মন্দিরে এলেন?’
সম্প্রতিই উত্তরাখণ্ড হাইকোর্টের তরফে করোনা সংক্রমণের মাঝে পূণ্যার্থীদের জন্য চার ধাম যাত্রা শুরু করা ও সামাজিক দূরত্ব বিধি না মানার জন্য কড়া সমালোচনা করে। কুম্ভমেলার প্রসঙ্গ টেনে আদালতের তরফে বলা হয়, ‘আর কতবার সবার কাছে আমাদের মাথা নীচু করাবেন?’ একইসঙ্গে যাত্রীরা সামাজিক দূরত্ব বিধি মানছে কিনা, তা নিশ্চিত করার জন্যও পর্যটন সচিবকে দ্রুত হেলিকপ্টারে করে মন্দিরগুলিতে গিয়ে পরিদর্শনের নির্দেশ দেয় আদালত।