অবশেষে জুভেন্তাসে তৃতীয় মরসুমে ব্যক্তিগত সাফল্য মিলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেরি আ-তে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই মরসুম শেষ করলেন সি আর সেভেন। সেই সঙ্গে তৈরি করলেন নতুন নজির। ইংল্যান্ড, স্পেন এবং ইতালি- ইউরোপীয় ফুটবলে তিন শ্রেষ্ঠ লিগেই সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির গড়লেন তিনি। এই কৃতিত্ব আর কারোর নেই।
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে গিয়ে প্রথম মরসুমে ২১টি গোল করেছিলেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে শেষ করেন। দ্বিতীয় মরসুমে ৩১ গোল করেও প্রথম স্থানে থাকা সিরো ইমমোবিলকে ছুঁতে পারেননি। আর এবার তৃতীয় মরসুমে ২৯টি গোল করলেন তিনি। এ বার আর তাঁর ধারেকাছে কেউ নেই। সব মিলিয়ে, সেরি আ-তে জুভেন্তাসের হয়ে ৯৭ ম্যাচে ৮১ গোল রয়েছে তাঁর। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা ১০১।
রবিবার বোলোনিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে চতুর্থ স্থানে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে জুভেন্তাস। টানা ন’বার সেরি আ জেতার পর এ বার মরসুম অনেকটাই কঠিন গিয়েছে। লিগ হারাতে হয়েছে ইন্তার মিলানের কাছে। এমনকি প্রথম চারে শেষ করা নিয়েও একসময় সন্দেহ দেখা দিয়েছিল। তবে সেই আশঙ্কা অবশ্য সত্যি হয়নি।