জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় কোভিডে মৃতদের পরিবারকে নৈতিকভাবে এক্স গ্রাসিয়া ক্ষতিপূরণের কোনও স্কিম বা পলিসি কি আছে? সোমবার কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে শীর্ষ আদালত এদিন দুটি পিটিশন শোনেন।
প্রসঙ্গত, করোনা অতিমারিকে আপাতত নোটিফায়েড ডিজাস্টার বলে গণ্য করা হয়েছে। আর তারপরই ফ্রণ্টলাইন ওয়ার্কার-সহ কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দাবি উঠেছে। তবে এক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণটা ঠিকঠাক উল্লেখ করা দরকার। এদিন বিচারপতি কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে এই প্রশ্নও করেন, ডেথ সার্টিফিকেট ইস্যু করার ব্যাপারে কোনও নির্দিষ্ট কোনও গাইডলাইন কি আছে?
এক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার ব্যাপারেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চ জানিয়েছে, ক্ষতিপূরণের সুবিধা দিতে গেলে সেই ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন কি না সেটা কি সনাক্ত করা যাচ্ছে। এমনকী মৃতের পরিবার এই সুবিধার ব্যাপারে কিছু জানেন না। তাঁদের ক্ষতিপূরণের জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হচ্ছে। বিচারপতি জানান, পরিবারের সদস্য কীভাবে মারা যাচ্ছেন এটা জানা পরিবারের অধিকার। এ ব্যাপারে নথিপত্র নির্দিষ্ট ও যথাযথ দেওয়া দরকার।