বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়ে আসছে সাইক্লোন যশ। তাই সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় এখন থেকেই তৎপর রাজ্য সরকার। কোভিড পরিস্থিতিতে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে যথাসম্ভব ব্যবস্থা নিয়ে রাখছে নবান্ন। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কাছে সেই মর্মেই নির্দেশ পাঠানো হয়েছে।
নবান্নর তরফে বলা হয়েছে, যশকে মাথায় রেখে অন্তত দু-দিনের জন্য পরিমিত অক্সিজেন মজুত রাখতে হবে। দক্ষিণবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে অক্সিজেন ছাড়াও মজুত রাখতে হবে প্রয়োজনীয় ওষুধপত্র। সাইক্লোনে যে কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে বদ্ধপরিকর রাজ্য সরকার। এর পাশাপাশি ঝড়বৃষ্টির সময় যাতে হাসপাতাল গুলিতে বিদ্যুৎ বিভ্রাট না ঘটে এদিন সে বিষয়েও নজর রাখতে বলেছে নবান্ন। বিপদে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দিকটিও মাথায় রাখা হচ্ছে। আগে থেকে প্ল্যানিংয়ের উপরেই এক্ষেত্রে বেশি করে জোর দেওয়া হচ্ছে।
এছাড়াও বলা হয়েছে, রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে আজকের মধ্যেই সমস্ত ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিতে হবে। এ ব্যাপারে পরিস্থিতি এবং প্রস্তুতি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। উপকূলবর্তী এলাকায় বিপর্যস্ত মানুষকে সরকারের তরফে যেখানে সরিয়ে নিয়ে যাওয়া হবে, সেই নিরাপদ আশ্রয়ে খাবারের সঙ্গে অবশ্যই মজুত রাখতে হবে কোভিড সতর্কতামূলক সামগ্রীও। জায়গাগুলি স্যানিটাইজ করার ব্যবস্থাও করতে হবে।