গত কয়েকদিন ধরেই কোভিড পজিটিভ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর করোনামুক্ত হয়ে বাড়িতেও ফিরে যান। কিন্তু করোনার কবল থেকে সুস্থ হওয়ার পরেও প্রয়াত হলেন বীরভূমের নলহাটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা মইনুদ্দিন শামস। আজ ভোরে তাঁর মৃত্যু হয় বলে খবর। রবিবার ভোরে আচমকা তাঁর মৃত্যু সংবাদে শোকের পাশাপাশি বিস্মিত হয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তৃণমূলের স্থানীয় সদস্যরা।
জানা গিয়েছে, গত ৫ মে অসুস্থ হয়ে পড়েছিলেন বছর চুয়ান্নর মইনুদ্দিন। শরীরে কোভিডের নানা উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট পজিটিভ আসার পরই কলকাতায় এনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সুস্থ হয়ে বীরভূমের বাড়িতেও ফিরে যান। কিন্তু তারপর রবিবার ভোর ৫টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক নেতা তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, নিজের রাজনৈতিক কেরিয়ার ফরওয়ার্ড ব্লকে শুরু করলেও পরবর্তী সময়ে শাসকদল তৃণমূলে যোগ দেন। ২০১৬ সালে নলহাটি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। তবে একুশে আর তৃণমূলের প্রার্থী হতে পারেননি তিনি। এদিকে ভোটের ফলাফল প্রকাশের পরপরই অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তবে তা থেকে মুক্ত হওয়ার পরও জীবনে ফিরতে পারলেন না।