বেড়েছে দুশ্চিন্তা ও উদ্বেগ। সাইক্লোন যশ পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আগে দুর্যোগ মোকাবিলার যাবতীয় ব্যবস্থ্যপনার তদারকি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ বিকেলে রাজ্য ও কেন্দ্রের এই সংক্রান্ত সমস্ত উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপাররাও। এই অর্থে সন্ধেবেলা টুইট করেন মুখ্যমন্ত্রী।
মমতা জানিয়েছেন, সমস্ত আধিকারিকদের দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, যাতে যথাসম্ভব তাড়াতাড়ি ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করা যায়। উপকূলবর্তী ও নদীর তীরবর্তী এলাকার মানুষকে সরিয়ে আনতে বলা হয়েছে। তাঁদের সাইক্লোন ও ফ্লাড সেন্টারে রাখা হবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমস্ত মৎস্যজীবীদের যথাসম্ভব তাড়াতাড়ি ফিরে আসার জন্য খবর দেওয়া হয়েছে। ২৪x৭ ঘন্টা কাজ করবে, এরকম কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার ফোন নাম্বার হলো ১০৭০ এবং ০৩৩ ২২১৪৩৫২৬। সরকারের সমস্ত দপ্তরকে কাজে ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, কুইক রেসপন্স টিমও প্রস্তুত। মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।