সোশ্যাল মিডিয়ার রাজ্যে পৃথিবী ‘ফেক নিউজ’ময়। গোয়েবেলের থিওরি মেনেই কোনও মিথ্যে খবরকে বারবার প্রচার করা হলে একটা সময় পর তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আর এ কাজে গেরুয়া শিবির যে সিদ্ধহস্ত, একাধিকবার মিলেছে তার প্রমাণ। এবার টুইটারে টুলকিট নিয়ে ‘ভুয়ো’ টুইট করেছেন বিজেপির সর্বভাবরতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ ৫ বিজেপি নেতা। আর তাই টুইটার তাদের সেই টুইটগুলিকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ দিয়েছে টুইটার। যদিও, মোদী সরকারের তরফে তড়িঘড়ি টুইটারকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে টুলকিট সংক্রান্ত সেই টুইটগুলি থেকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ সরিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, টুলকিট সংক্রান্ত একটি টুইট করে সম্প্রতি কংগ্রেসকে চাপে ফেলতে চেয়েছিল বিজেপি। সেই লক্ষ্যে বিজেপির মুখ্য মুখপাত্র সম্বিত পাত্র কয়েকদিন আগে একটি টুইট করে দাবি করেন যে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানহানীর লক্ষ্যে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করতে চাইছে। তবে সম্বিতের সেই দাবিকে উড়িয়ে দিয়েছিল কংগ্রেস। তারপরই কার্যত কংগ্রেসের দাবিকে মান্যতা দিয়েই সম্বিত পাত্রের সেই টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা কারসাজি করা মিডিয়ার ট্যাগ দেওয়া হয় টুইটার কর্তৃপক্ষের তরফে। উল্লেখ্য, সম্বিত এক টুলকিট প্রকাশ করে দাবি করেছিলেন যে কংগ্রেস কোভিডকালে দলীয় কর্মীদের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে ‘মোদী স্ট্রেন’ বলার পরামর্শ দেওয়া হচ্ছে। কংগ্রেসের দাবি ছিল, এই টুলকিটটি ভুয়ো।
এদিকে, কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক মাইক্রোব্লগিং সাইট টুইটারকে কড়া ভাষায় একটি নোটিশ পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তাতে বিজেপি নেতাদের করা টুলকিট সংক্রান্ত টুইটগুলি থেকে ‘ম্যানিপুলেটেড ট্যাগ’ সরাতে বলেছে কেন্দ্র। তাদের দাবি, বিজেপি নেতাদের টুইটকে ‘ম্যানিপুলেটেড ট্যাগ’ দেওয়া পক্ষপাতদুষ্ট এবং একতরফা সিদ্ধান্ত। যদিও বিতর্কিত টুলকিটের সত্যতা নিয়েও তদন্ত হচ্ছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের বক্তব্য, তদন্তাধীন কোনও বিষয়কে ইতিমধ্যে ‘ম্যানিপুলেটেড ট্যাগ’ দিয়েছে টুইটার। এর জেরে তদন্ত প্রভাবিত হতে পারে।