গত বছর অতি প্রবল ঘূর্ণিঝড় আমফানের আছড়ে পড়ার দিন নবান্নের কন্ট্রোল রুমে বসেই গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন তিনি। সেখান থেকেই দিয়েছিলেন প্রয়োজনীয় নির্দেশ। এবার যশ-এর সময়েও নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এবং ২৬ মে, পর পর দু’দিন সেখানেই থাকবেন তিনি। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে, যশ-এর মতো ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্ন এবং উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে থেকেই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা তিনি করেছিলেন আমফানের ক্ষেত্রেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিকরা। উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, যশ-এর প্রভাবে আগামী ২৫ মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। ওই দিন ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২৬ মে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওই দিনই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।