এবার দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন জ্যোতির্ময় কর। শুক্রবার পুর ও নগরোয়ন্নন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ১৩ জনের নতুন ওই কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে পটাশপুরের প্রাক্তন বিধায়ককে। পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে বরাবরই অধিকারী পরিবারের বিরোধী বলে পরিচিত জ্যোতির্ময়। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিষয়ে সংঘাত হয়েছিল তাঁর। যেই কারণে তৎকালীন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শিশির অধিকারীর সঙ্গে তাঁর সম্পর্ক কখনই মধুর ছিল না।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে কাঁথি শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে ছিলেন শিশির। তবে, গত বছর ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর এই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁর সাংসদ বাবাকে। সেই সময় রামনগরের বিধায়ক অখিল গিরিকে দীঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়। তবে বর্তমানে রাজ্যের মৎস্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অধিকারী বিরোধী এই নেতা। তাই দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে বসানো হল আরেক অধিকারী বিরোধী তৃণমূল নেতাকে।