গৃহবন্দী থাকলেও প্রশাসনিক কাজ করতে বাধা নেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়দের। এমনই নির্দেশ দিল আদালত।
শুক্রবার হাই কোর্টে আইনজীবীরা জানান, করোনা পরিস্থিতিতে কোনও কাজই করতে পারছেন না সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের মতো মন্ত্রীরা৷ ফলে, তাঁরা যাতে অন্তত সেই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, সেই অনুমতি দিক আদালত৷
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফিরহাদ হাকিম করোনা মোকাবিলায় ২৪ ঘণ্টা কাজ করছেন। এই আবহে কলকাতায় কোভিড সংক্রান্ত কাজের জন্য তাঁর উপস্থিতি প্রয়োজন। তাই তাঁকে জরুরি নথির অ্যাক্সেস দেওয়া এবং আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া উচিত।’
এরপরেই আইনজীবীর আবেদন অনুযায়ী ধৃতদের গৃহবন্দী অবস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয় হাইকোর্টের তরফে। জানানো হয়, চার নেতাকে ভার্চুয়ালি প্রশাসনিক কাজ করতে পারবেন।
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশ এই মামলার দিকে তাকিয়ে, তাই এই মামলায় ন্যায় বিচার জনসাধারণের বিশ্বাস অর্জনের লক্ষ্যে করতে হবে।