আজ, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগল পার্ক স্ট্রিটের এক বহুতলে। আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। খবর পাওয়ার পর থেকেই ঘটনাস্থলে রয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্রের খবর, এপিজে স্কুলের কাছে ১১৩ নম্বর পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি সংস্থার বহুতলের চার তলা থেকে আগুন ছড়িয়েছে বলে খবর। দমকল জানাচ্ছে, ওই তলায় একটি শাড়ির গোডাউন ছিল। সেখানেই আগুন লাগে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে, লকডাউনে অফিস বন্ধ থাকায় গোডাউনে কেউ ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এদিন দুপুর ২টো নাগাদ ওই বহুতলের চার তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর যায় দমকলে। স্থানীয়রা বলছেন, সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। দমকল কর্মীরা বলছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। গোটা বাড়িটা ধোঁয়ায় ভরে গিয়েছে। ৬৫ মিটার হাইড্রলিক ল্যাডার লাগিয়ে আগুন নেভানোর কাজ চলছে। এখনও অবধি খবর পাওয়া গেছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বহুতলের একদিকে আগুন নিভে এসেছে বলেই শোনা যাচ্ছে। তবে দমকলকর্মীরা বলছেন, আগুন নিভে এলেও বাইরে থেকে কুলিং প্রক্রিয়া চলবে। ভেতরে যাতে আগুন ছড়িয়ে না পড়ে তার জন্যই এই ব্যবস্থা।